Download Admission Circular of Diploma in Engineering for 2016 -17 Session
Online application Starts : 30 May 2016
Last Date of Application : 12 June 2016
Details : http://www.techedu.gov.bd/
Application Site : http://123.49.52.26:1090/admission2016/
amer mathematics y point aktu kom asy, taily ami ki admission hoity parbo?
No. You must have at least 3.00 in mathematics. না । আপনার অবশ্যই গণিতে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।। ধন্যবাদ……
[…] http://bargunapoly.gov.bd/index.php/2016/06/04/admission-circular-of-diploma-in-engineering-for-2016… […]
আমি কি ভর্তির পর সাবজেক্ট পাল্টাতে পারবো
না, ভর্তির পর আপনি বিভাগ পরিবর্তন করতে পারেন না।
আমি কি ভর্তির পর অন্য জেলায় shift হতে পারবো?
আপনি অটো মাইগ্রেশন চালু রাখলে চলতি সেমিস্টারেই অন্য প্রতিষ্ঠানে যেতে পারেন । এছাড়াও প্রথম তিন সেমিস্টারের মধ্যে সকল বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীগণ অন্যান্য প্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে বদলির আবেদন করতে পারেন ।
যারা রেপার্ড খাবে এবং সম্পূরক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে তারা কি বদলির জন্য তিন সেমিস্টার পর্যন্ত আবেদন করতে পারবে? তিন সেমিস্টারের পরে কি আর মাইগ্রেশন করা যাবে?
বদলী প্রক্রিয়া সর্বদা একটি জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার। সাধারনত কারিগরি শিক্ষা বোর্ড ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে যারা সকল বিষয়ে উত্তীর্ণ হয় তারাই বদলির জন্য আবেদন করতে পারেন। সম্পূরক পরীক্ষা সাধারণত এই নির্ধারিত সময়ের পরেই হয়ে থাকে । সুতরাং নিয়মিত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর বদলির আবেদন করার সু্যোগ থাকে না। অনেক সময় বোর্ড কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় যে কোন শিক্ষার্থীকে বদলি করতে পারেন। তবে এটির সম্ভাবনা প্রায় শুন্য ।
কোন সেমিস্টার (১ম থেকে ৮ম এর মধ্যে) পর্যন্ত বদলী হওয়া যায়? দয়া করে বলবেন কি।
বদলী প্রক্রিয়া সর্বদা একটি জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার। সাধারনত কারিগরি শিক্ষা বোর্ড ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে যারা সকল বিষয়ে উত্তীর্ণ হয় তারাই বদলির জন্য আবেদন করতে পারেন। সম্পূরক পরীক্ষা সাধারণত এই নির্ধারিত সময়ের পরেই হয়ে থাকে । সুতরাং নিয়মিত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর বদলির আবেদন করার সু্যোগ থাকে না। অনেক সময় বোর্ড কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় যে কোন শিক্ষার্থীকে বদলি করতে পারেন। তবে এটির সম্ভাবনা প্রায় শুন্য ।
বরগুনা পলিটেকনিক এ কি কি বিভাগ আছে নতুন কি সিভিল বিভাগ খোলা হইছে
আমি বরগুনা পলিটেকনিক এ এবার ভর্তি হয়েছি ।আমাদের প্রথম ক্লাস শুরু ১৬ তারিফ কিন্তু আমি এখন খুব অসুস্থ। তাই আমি যদি ২০ তারিফে ক্লাসে উপস্থিত হই। তাহলে কি আমার ভর্তি বাতিল হবে?
বাস্তবে আপনার ভর্তি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয় নি। আপনি যদি ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২২ আগস্ট ২০১৬ এর মধ্যে প্রয়োজনীয় কাগজপ্ত্র সহ ইনস্টিটিউটে উপস্থিত না হন তবে আপনার ভর্তি সয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ
ami apnader college a chance paici. ami jante chai khoroj kemon hobe. doya kore aktu bolle khusi hobo.
প্রতি ছয় মাসে মোট ২৫০০ টাকার মত লাগে। অর্থাৎ ৪ বছরে প্রায় ২০ হাজার টাকা । এর বাইরে প্রতিষ্ঠান অন্য টাকা নেয় না। আমাদের প্রতিষ্ঠানে আবাসিক ব্যবস্থা নেই, ছাত্ররা নিজ দায়িত্বে মেস এ বা লজিং থাকে। মেসে গড়পড়তা প্রতি মাসে ৩৫০০ টাকা লাগে…।